বাণী
এই হাসপাতাল শুরুতে অল্প কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করলেও সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এখন পূর্ণাঙ্গ হাসপাতাল হিসাবে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এই হাসপাতালের সাথে একটা মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট এবং একটি বিশ্ব মানের ক্যান্সার হাসপাতাল স্থাপনের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। সহযোগিতার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি এই সহযোগিতা আরও বৃদ্ধির মাধ্যমে এই হাসপাতালের কার্যক্রমকে সারা বিশ্বের সামনে এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে তুলে ধরতে পারব। সবার কাছে এই প্রত্যাশা।
বিআইএইচএস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আয়োজিত এই হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সফলতা কামনা করছি
জাতীয় অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান
সভাপতি,
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি
- Ensure universal healthcare access: Strive for a future where every individual, regardless of socio-economic status, enjoys access to world-class healthcare services.
বাণী
অতীতে ফিরে যাবার ইচ্ছে মানুষের স্বভাবজাত। ব্যস্ত নাগরিক জীবনের যান্ত্রিকতার মানুষ যখন হাপিয়ে উঠে, তখন সে চায় ক্ষণিকের জন্য এই একঘেয়ে পথ চলাকে থামিয়ে দিয়ে একটু বিশ্রাম। যেখানে সে তার কাছের মানুষগুলোকে নিয়ে কিছুক্ষন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে। ফিরে তাকাতে পারে ফেলে আসা দিনগুলোর দিকে। আমাদের সবার জন্য সে সুযোগ করে দিতেই এবারের এই ক্ষুদ্র প্রয়াস।
২০০৫ এর ১ অক্টোবর একেবারে ক্ষুদ্র পরিসরে যে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিলো আজকে সেই প্রতিষ্ঠান সতেরো পেরিয়ে আঠারোতে পদার্পন করতে চলেছে। সেই দিনের সেই ছোট্ট টিনশেড ভবনটি এখন বহুতল হাসপাতাল। এখানে প্রতিনিয়ত হাজারো রোগী, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর পদচারণা। দীর্ঘ এ সময়ে নানা চড়াই উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠানটি এখন এদেশের চিকিৎসা জগতে নিজস্ব একটি পরিচয় তৈরী করে নিয়েছে। নানাবিধ কারণে বিগত দিনগুলোতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা না গেলেও এখন থেকে এটি নিয়মিত ভাবেই আয়োজন হবে বলে আমরা আশাবাদী।
এবারেই যেহেতু আমাদের প্রথম প্রয়াস, সেকারণে আয়োজনে কিছু ভুল ত্রুটি থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তবে আমরা আশা করবো সব ধরণের ত্রুটিকে ভুলে গিয়ে দিনটি আমরা শুধুই উপভোগ করবো, কেননা এটি আমাদের জন্য আমাদেরই আয়োজন।
অধ্যাপক মো. ফজলুর রহমান
মহাপরিচালক,
বিআইএইচএস জেনারেল হাসপাতাল
- Comprehensive Healthcare for All: Provide affordable, accessible, and high-quality healthcare services to every individual, ensuring no one is left behind due to socio-economic status.
